১৪ তারিখ পরীক্ষার ১০০% কমন সাজেশন- nkstudycare রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা সাজেশন ২০২২

 



NK STUDY CARE

জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২২
বিষয়ঃ রাজনৈতিক সংগঠন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা
১০০% কমন চূড়ান্ত সাজেশন


ক-বিভাগ

 

1)   The spirit of laws- গ্রন্থটির লেখক কে?


2) “Demos” শব্দের অর্থ কী?


3)  ব্রিটিশ আইনসভা কয় কক্ষবিশিষ্ট?


4)  সংবিধানের দুটি উৎসের নাম লিখ।


5)  নাৎসিবাদের জনক কে?


6)  গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি?


7)  “Voice of the people is the voice of God” উক্তিটি কার?


8)  ফ্যাসিবাদের জনক কে?


9)   "গণতন্ত্র হলো জনগণের দ্বারা জনগণের জন্য এবং জনগণের সরকার" উক্তিটি কার?


10)         সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?


11)         ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?


12)        গণতন্ত্রের বিপরীত কি?


13)       পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান?


14)         একনায়কতন্ত্র কি?

 

 

খ-বিভাগ


1)    সংবিধান বলতে কি বুঝ?


2)  ব্রিটিনের সাংবিধানিক রীতিনীতিগুলো কি কি?


3)  যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্টসমূহ আলোচনা কর


4)  বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?


5)  সংসদীয় সরকার বলতে কি বুঝ?


6)  কেবিনেট একনায়কত্ব কি?


7)  মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ব্যাখ্যা কর।


8)  একনায়কত্বের বৈশিষ্টসমূহ আলোচনা করো।

 

 

গ-বিভাগ

 

1)    গণতন্ত্রের সংজ্ঞা দাও। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় কর।


2)  মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।


3)  “ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরী করা হয়নি” ব্যাখ্যা কর।


4)   “ মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ” আলোচনা কর।


5)  “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়” ব্যাখ্যা কর।


6)  শাসন বিভাগ কি? আধুনিককালে শাসন বিভাগের ক্ষমতা কেন বৃদ্ধি পাচ্ছে?


7)  প্রথা বলতে কি বুঝ? ব্রিটিনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয়?


8)  জনমত কি? জনমত গঠনের উপাদানসমূহ আলোচনা কর।


9)   “ রাজা রাজত্ব করেন, শাসন করেন না” ব্যাখ্যা কর।


10)         ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যাবস্থার একটি তুলনামূলক আলোচনা কর।

 

( 'ক' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন 

( 'খ' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন )

( 'গ' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন )



আশাকরি এই সাজেশন থেকে আপনারা হুবুহু কমন পাবেন।

ব্যস্ততার কারণে কোনো প্রকার আপডেট দিতে পারি না, ইনশাল্লাহ আজ থেকে রেগুলার আপনাদের কে আপডেট দিয়ে যাবো।

খুব শীঘ্রই আপনাদের জন্য “চাকরি প্রস্তুতি” নামে একটি প্লে-লিস্ট চালু হচ্ছে যেখানে প্রতিদিন অনুষ্ঠিতব্য সকল চাকরি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করে দেয়া হবে। আমার বেশিরভাগ শিক্ষার্থীই যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাই আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আপাদত অনার্স ২য় এবং ৩য় বর্ষ পরীক্ষা চলমান থাকায় আমরা কিছুটা সময় নিচ্ছি। সকলের পরিক্ষা শেষ হলে আমরা যথারীতি কার্যক্রম শুরু করব।

 

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন ডাউনলোড করুন এখানে ক্লিক করে।


আমাদের সাইটে নজর রাখলে ইনশাল্লাহ আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। তাই রেগুলার অন্তত্য একবার সাইটে ভিজিট করার আহ্বান জানাচ্ছি।

 

বাংলা অর্থসহ লাইন বাই লাইন ভেঙে ভেঙে করোনা ভাইরাস প্যারাগ্রাফটি এখানেক্লিক করে পড়ে নিন।

একবার পড়লেই মুখস্ত হয়ে যাবে ১০০% গ্যারান্টি।


খুব শীঘ্রই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের নতুন সিলেবাস এবং বুক লিস্ট প্রকাশ করবো। কাজ চলমান আছে। এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন।


এখানে ক্লিক করে অনার্স সকল বর্ষের বুকলিস্ট দেখে নিন।


সকল বর্ষের নতুন সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।

 

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিসিএস প্রস্তুতি নিতে চান তাদের জন্য সম্পূর্ণ বিসিএস এর খুঁটিনাটি নিয়ে একটা প্লে-লিস্ট করা হবে। যেখান থেকে আপনারা বিসিএস এর a to z জানতে পারবেন।

 

মুজিববর্ষ প্যারাগ্রাফ বাংলা অর্থসহ লাইন বাইন পড়তে চাইলে এখানে ক্লিক করেপড়ে নিতে পারেন।

 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন সকল আপডেট সবার আগে পেতে।

এখানে ক্লিক করে ফেসবুকে যুক্ত হোন।

 

এন কে স্টাডি কেয়ার- সবার সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরে তাই আমাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

 

অনার্স প্রথম বর্ষ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

 

অনেকেই পাস নাম্বার এবং গ্রেড পয়েন্ট সম্পর্কে জানতে চেয়েছেন।

পাস নাম্বার এবং গ্রেডিং নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নবীনতর পূর্বতন

Ads

Ads