Honours 2nd Year Bangladesh Society and Culture Suggestions 2022- nkstudycare.com

 




জাতীয় বিশ্ববিদ্যালয়
অনার্স ২য় বর্ষ পরীক্ষা-২০২২

বিষয়ঃ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি

১০০% কমন সাজেশন

NK STUDY CARE

ক-বিভাগ




1)   “Six Village of Bengal” গ্রন্থের লেখক কে?


উত্তর: রামকৃষ্ণ মুখার্জী।


2)    কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?


উত্তর: মাগধী প্রাকৃত।


3)   মেগাসিটি কি?


উত্তর: এক কোটির অধিক জনসংখ্যা বিশিষ্ট্য মেট্রোপলিটনকে মেগাসিটি বলে।


4)    প্রত্নতত্ত্ব কী?


উত্তর: প্রাচীনকালের মুদ্রা বা রাজপ্রাসাদের ধবংসাবশেষ।



5)    লিঙ্গ ও জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কি?


উত্তর: ভাষাগত পার্থক্য।



6)   Kinship অর্থ কি? Kinship এর ধাপ কয়টি?


উত্তর: জ্ঞাতি। ৪ টি। রক্ত সম্পর্কিত, বৈবাহিক, কাল্পনিক, প্রথাগত



7)‘The History of Human Marrige’ গ্রন্থের লেখক কে?


উত্তর: এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।



8) সরোরেট অথবা লেভিরেট বিবাহ কি?


উত্তর: মৃত স্ত্রীর বোনকে বিবাহ। মৃত স্বামীর ভাইকে বিবাহ।



9) চিরস্থায়ী বন্দোবস্থ কবে প্রবর্তিত হয়?

উত্তর: ১৭৯৩ সালে।


10) কত সালে জমিদার প্রথা উচ্ছেদ হয়?


উত্তর: ১৯৫০ সালে।


11) গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?


উত্তর: ড. মোহাম্মদ ইউনুস।


12) সামাজিক স্তর বিন্যাসের প্রধান ধরণ কয়টি?


উত্তর: ৪ টি।


13) Class, Status and Power’ গ্রন্থের রচয়ীতা কে?


উত্তর: Max Weber.


14) ‘বিজু’ কোন এথনিক গোষ্ঠির সবচেয়ে বড় উৎসব?


উত্তর: চাকমা।


15)  BARD’ এর পূর্ণরুপ কি?


উত্তর: Bangladesh Academy for Rural Development


16) আন্তর্জাতিক নারী দিবস কবে?


উত্তর: ৮ ই মার্চ


17) WAD’ এর পূর্ণরূপ কি?


উত্তর: Woman and Development

 

 

রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা ১০০% কমন সাজেশন


খ- বিভাগ


1১)     সংস্কৃতি কি? বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ লিখ।


2২)    অন্তর্বিবাহ ও বহির্বিবাহ কী?


3৩)   বাংলাদেশের সমাজ কাঠামোর উপর পল্লিবিদ্যুতায়নের প্রভাব আলোচনা কর।

4৪) বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ লিখ।


5৫)    সুশীল সমাজ বলতে কি বুঝ?


6৬)   এথনিসিটি কি? এথনিক সম্প্রদায়ের বৈশিষ্ট্যসমূহ লিখ।

7৭)    নগরায়ন ও শিল্পায়নের মধ্যে পার্থক্য লিখ।

8৮)    নারীর ক্ষমতায়ন কী? সংক্ষেপে নারীবাদের বৈশিষ্ট্যসমূহ লিখ।

9৯)    CEDAW সনদ কি?

১১০)  ধর্মনিরপেক্ষতা কি?

 

গ- বিভাগ

 

1১)    বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।

2২)    শ্রেণিমূলক জ্ঞাতি সম্পর্ক ও বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক কী? সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা আলোচনা কর।

3৩)   ভূমি সংস্কার কি? বাংলাদেশের কৃষি কাঠামোর প্রকৃতি আলোচনা কর।

4৪)    বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা ও সমাজ কাঠামোর প্রকৃতি আলোচনা কর।

5৫)    সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা সম্পর্কে ডেভিস ও মুরের তত্ত্বটি আলোচনা কর।

6৬)   চাকমা ও সাঁওতাল উপজাতির আর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।

7৭)    পল্লীউন্নয়নে সরকারী সংস্থাসমূহের ভূমিকা আলোচনা কর।

8৮)    বাংলাদেশে নারীর ক্ষমতায়নের পথে প্রধান প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।

9৯)    বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব আলোচনা কর।

1১০) বাংলাদেশ সমাজে পরিবারের কার্যাবলি আলোচনা কর।



( 'ক' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন 

( 'খ' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন )

( 'গ' বিভাগের উত্তর পেতে এখানে ক্লিক করুন )



আশাকরি এই সাজেশন থেকে আপনারা হুবুহু কমন পাবেন।

ব্যস্ততার কারণে কোনো প্রকার আপডেট দিতে পারি না, ইনশাল্লাহ আজ থেকে রেগুলার আপনাদের কে আপডেট দিয়ে যাবো।

খুব শীঘ্রই আপনাদের জন্য “চাকরি প্রস্তুতি” নামে একটি প্লে-লিস্ট চালু হচ্ছে যেখানে প্রতিদিন অনুষ্ঠিতব্য সকল চাকরি পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ সমাধান করে দেয়া হবে। আমার বেশিরভাগ শিক্ষার্থীই যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের তাই আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আপাদত অনার্স ২য় এবং ৩য় বর্ষ পরীক্ষা চলমান থাকায় আমরা কিছুটা সময় নিচ্ছি। সকলের পরিক্ষা শেষ হলে আমরা যথারীতি কার্যক্রম শুরু করব।

 

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন ডাউনলোড করুন এখানে ক্লিক করে।


আমাদের সাইটে নজর রাখলে ইনশাল্লাহ আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। তাই রেগুলার অন্তত্য একবার সাইটে ভিজিট করার আহ্বান জানাচ্ছি।

 

বাংলা অর্থসহ লাইন বাই লাইন ভেঙে ভেঙে করোনা ভাইরাস প্যারাগ্রাফটি এখানেক্লিক করে পড়ে নিন।

একবার পড়লেই মুখস্ত হয়ে যাবে ১০০% গ্যারান্টি।


খুব শীঘ্রই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের নতুন সিলেবাস এবং বুক লিস্ট প্রকাশ করবো। কাজ চলমান আছে। এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন।


এখানে ক্লিক করে অনার্স সকল বর্ষের বুকলিস্ট দেখে নিন।


সকল বর্ষের নতুন সিলেবাস পেতে এখানে ক্লিক করুন।

 

যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিসিএস প্রস্তুতি নিতে চান তাদের জন্য সম্পূর্ণ বিসিএস এর খুঁটিনাটি নিয়ে একটা প্লে-লিস্ট করা হবে। যেখান থেকে আপনারা বিসিএস এর a to z জানতে পারবেন।

 

মুজিববর্ষ প্যারাগ্রাফ বাংলা অর্থসহ লাইন বাইন পড়তে চাইলে এখানে ক্লিক করেপড়ে নিতে পারেন।

 

আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন সকল আপডেট সবার আগে পেতে।

এখানে ক্লিক করে ফেসবুকে যুক্ত হোন।

 

এন কে স্টাডি কেয়ার- সবার সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরে তাই আমাদের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি।

 

অনার্স প্রথম বর্ষ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

 

অনেকেই পাস নাম্বার এবং গ্রেড পয়েন্ট সম্পর্কে জানতে চেয়েছেন।

পাস নাম্বার এবং গ্রেডিং নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নবীনতর পূর্বতন

Ads

Ads