Corona Virus
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের সাথে করোনা ভাইরাস টকিপটি নিয়ে আলোচনা করবো। আজকের পর্বটি ভালোভাবে সম্পন্ন করলে করোনা ভাইরাস নিয়ে যে কোন দাগে প্রশ্ন আসলে উত্তর করতে পারবেন খুব সহজেই, ইনশাল্লাহ। Passage, Paragraph, Essay, Slogan, Report যে কোন বিষয়ে খুব সহজেই সাবলিলভাবে লিখতে পারবেন।
এরকমভাবে Mujib Year, Padma Multipurpose Bridge ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
করোনা ভাইরাস বিষয়ে আমরা প্রথমে বাংলা বাক্য লিখবো তারপর নিচে ইংরেজি দিয়ে দিবো যাতে আপনারা পড়ে বুঝতে পারেন এবং খুব সহজেই মুখস্ত করতে পারবেন।
উল্লেখ্য যে, ২৯ শে জানুয়ারি ২০২২ হতে অনার্স ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণ করবে ২০১৮-১৯ সেশনের নিয়মিতসহ ২০১৭-১৮, ২০১৬-১৭, ২০১৫-১৫ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা।
Download Honours 2nd Year Exam Routine-2022
অনার্স ২য় বর্ষ পরীক্ষার ইংরেজি সম্পূর্ণ বিষয়ের ১০০% কমন সাজেশন পেতে নিচে ক্লিক করুন।
রিটেন অংশের সাজেশন দেখতে এখানে ক্লিক করুন।
অনার্স ২য় বর্ষ প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Honours 2nd Year Exam 2022 Get 100% Common Suggestion Here
যতটা সম্ভব সহজভাবে লিখা হয়েছে যাতে করে যেকোন লেভেলের শিক্ষার্থীরা খুব সহজেই মুখস্ত করতে পারে।
Corona Virus (COVID-19)
করোনা ভাইরাস একটি সংক্রামক ব্যাধি যা কোভিড-19 নামক ভাইরাস দ্বারা বিস্তার লাভ করে।
Corona Virus is a contagious disease which is spread by a virus called COVID-19.
সম্প্রতি এটি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় এবং সবচেয়ে বড় আতঙ্ক পাশাপাশি মানুষের জন্য হুমকি স্বরূপ।
Recently, it is the burning question of the present world and the ever biggest panic as well as human existence.
এটি প্রথম আবির্ভাব হয় চায়না দেশের উহান শহরের ওয়েট মার্কেট থেকে যেখানে যে কোন প্রাণীকে রান্না করা ছাড়া মসলার সাথে মিশিয়ে কাঁচা খাওয়া হতো।
It was first originated in the Wet market of Uhan City in Chaina where any kind of animals are eaten alive with spicy without cooking.
এটা বর্তমানে ইপিডেমিক এবং পেন্ডামিক রোগ হয়ে দাঁড়িয়েছে।
It has become epidemic and pandemic disease.
এ রোগের কারণে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ অকালে মারা যাচ্ছে এবং আরো বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।
Because of this disease everyday thousands of people are dying a premature death and many more new people are being affected.
এই রোগের কোন সঠিক ওষুধ বা প্রতিষেধক নেই তবে প্রতিরোধমূলক ব্যাবস্থা আছে।
This disease has no medicine or cure but it has preventive measures.
এটি একটি নীরবঘাতক এবং ছোয়াঁছে রোগ।
It is a silent killer and it is also a contagious disease. nkstudycare.com
যদি কেউ করোনা ভাইরাস রোগীর সরাসরি সংস্পর্শে আসে অথবা অন্য কোন উপায়ে তারা সংস্পর্শে আসে তবেই সে কেবল এই রোগে আক্রান্ত হতে পারে।
If anybody comes in contact with the patient or any other away, only then someone might be affected.
সরকার সকলকেই ঘরে থাকার অনুরোধ করেছেন
The government has requested every people to stay at home.
যদি সকল লোকজন কোয়ারেন্টাইনে থাকে, নিয়মিত সাবান দিয়ে হাত মুখ পরিষ্কার এবং সেনিটাইজ করে তবে করোনা ভাইরাস আক্রমন করতে পারবে না।
If all the people remains in quarantine, washes their(nkstudycare.com) face and mouth regularly with soap and sensitize their hand then corona virus will not be able to attack.
করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের লক্ষণগুলো হচ্ছে নিন্মরূপ-
The symptoms of corona virus patient are as follows:-
প্রথমত, রোগীর শরীরে জ্বর অনুভুত হবে এবং কণ্ঠনালীতে কাশি অনুভব হবে।
At first the patient will feel fever and severe cough in his throat.
দ্বিতীয়ত, শরীরে মারাত্মক জ্বর এবং গলায় ব্যাথা ও কাশি অনুভূত হবে এমনকি গলা দিয়ে রক্ত বেড় হয়ে আসতে পারে।
Secondly, the patient will severe pain in his vocal and feel severe fever as well as cough with blood may come out through his throat.
অবশেষে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে সে এমনিতেই সুস্থ হয়ে যাবে অন্যথায় অকালে মারা যাবে।nkstudycare.com
At last, if the patient immunity system is strong then the patient will be recover automatically otherwise he will die a premature death.
ফাইনালি যদি আমরা সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই তাহলে লোকজনের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং বাহিরে গেলে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
Finally, if we want to lead a healthy and happier life then we should have to avoid getting in contact of another people and be sure to use mask when going out.nkstudycare.com
যে সমস্ত খাদ্য খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেগুলো নিয়মিত খেতে হবে।
You should have to take those food which makes your immunity system strong.
None but only ALLAH can save us from this infectious disease.
"Stay home, Stay safe"
পরবর্তীতে ফিনিশিংসহ অন্যান টপিকস নিয়ে বিস্তারিত লিখা হবে।