অনার্স ২য় বর্ষের English(Compulsory) 100% কমন সাজেশন- এর বাহিরে কোন প্রশ্ন আসবে না

 অনার্স ২য় বর্ষের ইংরেজি চূড়ান্ত সাজেশন- ১০০% কমন



জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আগামী ২৯ শে জানুয়ারি ২০২২ ইং হতে অনার্স ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণ করবে ২০১৮-১৯ সেশনের নিয়মিতসহ ২০১৭-১৮, ২০১৬-১৭, ২০১৫-১৫ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীরা।

অনার্স ২য় বর্ষ পরীক্ষার রুটিন পেতে এখানে ক্লিক করুন

আগামী ২৯ জানুয়ারি ২০২২ English পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হবে। ইংলিশ বিষয়ে সবার মনে ই একধরণের ভয় কাজ করে। অনেকেই পাশ করতে পারবে কিনা এই বিষয়ে চিন্তাভাবনা করতে করতে অন্য বিষয়ের প্রস্তুতি ই নষ্ট করে দেয়। অনেকেই আবার ৩ বছরে ধরে ইম্প্রুভ দিয়ে ও আশানুরূপ ফলাফল করতে পারছে না।

পর্ব ২ এ আমরা গ্রামার অংশের সাজেশন দিয়েছি।

গ্রামার অংশের সাজেশন দেখতে এখানে ক্লিক করুন। 

সকল ধরণের শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমরা English বিষয়ের উপর ১০০% কমন অতি সংক্ষিপ্ত কিছু সাজেশন তৈরি করতে অঙ্গীকারবদ্ধ। আমরা সাজেশনগুলো এতটাই সংক্ষিপ্ত আকারে দিয়ে থাকবো যেনো যেকোন লেভেলের শিক্ষার্থীরা খুব অল্প সময়ের মধ্যেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারে।

আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি নং এর সাজেশন ব্লগ আকারে প্রকাশ করবো এবং পরবর্তীতে প্রত্যেকটা নং এর উত্তর সংযোজন করে দিব যাতে করে আপনারা এখান থেকেই প্রশ্ন এবং উত্তর সম্পন্ন করে নিজেকে ১০০% প্রস্তুত করতে পারেন। পার্ট বাই পার্ট সাজেশন এবং উত্তর আপলোড দেয়া হবে। 

রেগুলার আমাদের সাইটে নজর রাখবেন। আমারা যেকোন সময় সাজেশন সংযোজন বা বিয়োজন করতে পারি।

উল্লেখ্য যে, পরীক্ষার ২/৩ দিন আগে আপনাদের জন্য অতি সংক্ষিপ্ত কিছু স্পেশাল সাজেশন দেয়া হবে যা থেকে ইনশাআল্লাহ বহুলাংশে ই কমন থাকবে। তাই সবসময় ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আপডেট থাকার জন্য বিশেষ ভাবে বলা হলো। 

অনার্স ২য় বর্ষ প্রত্যেক ডিপার্টমেন্টের আলাদা আলাদা রুটিন ডাউনলোড করতে আমাদের পূর্বের পোস্টটি দেখুন

আজকের পর্বে আমরা অনার্স ২য় বর্ষের ইংরেজি রিটেন অংশের প্রাথমিক সাজেশন সম্পন্ন করবো।


Honours 2nd Year
English (  Compulsory ) Suggestion-2022
Written Part


        3 No. Slogan or Poster:
      1. Design a poster creating awareness against Corona Virus
      2. Design a poster against Corruptions/Food Adulteration/(any) pollution
      3. Design a poster about Mujib Year/Victory day nkstudycare.com
        (বি.দ্র: স্লোগান অথবা পোস্টার একই নিয়মে লিখতে পারবেন। পরীক্ষার স্লোগান এবং পোস্টার ই বেশি আসে। তবুও আপনাদের সুবিধার্থে ৩ নং এর or এর জন্য কিছু Advertisement দিয়ে দিলাম nkstudycare.com )

        Advertisement:
        1. Sale (something)
        2. Career Opportunity

4 No. Paragraph : (৩টি থাকবে, যেকোন ১ টি লিখতে হবে)
    1. Mujib Year
    2. The Padma Multipurpose Bridge
    3. Mobile Phone
    4. Friendship
    5. Quality Education
5 No. Applications : ( সি ভি টাইপ অথবা সংবাদপত্রের আবেদন বা সাধারণ এপ্লিকেশন, যেকোনভাবে আসতে পারে। কিছু টপিক দিয়ে দিচ্ছি এগুলো পড়লে ই কমন থাকবে। ৫ নং এর or অংশে Letter থাকবে। যেকোন একটি বিষয়ে উত্তর করবেন nkstudycare.com)
    1. Multimedia System in Classroom, Common Room, Waiver of Tution Fee, Marketing Officer
Letter:
    1. Write a letter of condolence to your friend whose father has recently died of Corona Virus
    2. Write a letter to your friend congratulating him on his brilliant result
    3. Importance of News Paper/English/Physical Exercise
6 No. Essay : (৩টি থাকবে, যেকোন ১ টি লিখতে হবে nkstudycare.com)
    1. The Historical Speech of March 7/ Victory Day
    2. Corona Virus
    3. Bangabandhu Sheikh Mujibur Rahman
আজকের পর্বে রিটেন অংশ সম্পন্ন করা হলো। আগামী পর্বে গ্রামার অংশের পূর্ণাঙ্গ সাজেশন দেয়া হবে। এবং পরবর্তীতে সাজেশনের উত্তরমালা পর্যায়ক্রমে আপলোড দেয়া হবে। পর্যায়ক্রমে আমরা সকল বিভাগের সকল পত্রের সাজেশন দেয়ার চেষ্টা করবো।

আপনার কোন বিষয়ের সাজেশন লাগবে তা নিচে মন্তব্য করে আমাদের জানিয়ে দিন।

নবীনতর পূর্বতন

Ads

Ads