NU অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ ২০২১


 National University of Bangladesh


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে অনার্স ২য় বর্ষের ফরম ফিলাপ কার্যক্রম পূনরায় শুরু হয়েছে। আবেদনের বিস্তারিত তথ্য সংবলিত নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

নোটিশ বোর্ডে যেতে এখানে ক্লিক করুন।


নিচের ছবিতে নোটিশটি আপনাদের সুবিধার্থে শেয়ার করে দেয়া হলো। নোটিশে উল্লেখ আছে আবেদন পক্রিয়া চলমান থাকবে ২২ আগস্ট ২০২১ পর্যন্ত। কিভাবে আপনি নিজে ফরম ডাউনলোড করবেন এবং ফরম পূরণ করবেন তার বিস্তারিত আজকের ব্লগে স্টেপ বাই স্টেপ দেখানো হবে।





  •  স্টেপ-১ঃ প্রথমে আপনার ফোনে বা কম্পিউটারে ডাটা কানেকশন নিশ্চিত করুন। তারপর এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের মাঝে নিচের ছবির ন্যায় ইন্টারফেজ আসবে।


  • এখান থেকে অনার্স লিখা অপশনে ক্লিক করুন। তারপর আপনাদের নিচের ছবির ন্যায় অপশন অপশন আসবে। প্রতিক চিহ্নিত অপশনে দেখুন লিখা আছে

Apply to online Form Fill-up (For Student) এখানে ক্লিক করুন।



  • স্টেপ-২ঃ  আপনাদের মাঝে নতুন আরেকটি ইন্টারফেজ ওপেন হবে। যা দেখতে নিচের চিত্রের মতো।


  • স্টেপ-৩ঃ  তারপর লাল তীর চিহ্ন নির্দেশিত ঘরে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি প্রবেশ করান। এবং নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনাদের মূল ইন্টারফেজে নিয়ে যাবে।


  • স্টেপ-৪ঃ  এখানে আপনার নামসহ যাবতীয় তথ্য দেখতে পারবেন। ভালো করে দেখে নাম ঠিকানা মিলিয়ে নিন এবং সাবজেক্ট গুলো দেখে নিন।


  • স্টেপ-৫ঃ চিহ্নিত ঘরে আপনার মোবাইল নম্বরটি প্রবেশ করান এবং নিচের দিকের অপশন থেকে আপনার চতুর্থ বিষয় টি সিলেক্ট করুন।




সম্পূর্ণ প্রসেস সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে নিচের লিংকে ক্লিক করুন।




পরবর্তী ধাপে ক্লিক করুন আপনার ফরম টি প্রিন্ট অথবা ডাউনলোড করার জন্য রেডি হয়ে যাবে। যারা মোবাইল দিয়ে করবেন তারা পিডিএফ ডাউনলোড করে নিন তারপর যেকোন একটি দোকান থেকে প্রিন্ট করে নিন। পিডিএফ ফাইল প্রিন্ট করতে মাত্র ১০ টাকা খরচ হবে।

আশা করি এখন নিজে নিজে ফরম ফিলাপ করতে পারবেন। এই আর্টিকেল দেখে নিজে নিজে যদি ফরম টি ডাউনলোড করতে পারেন তাহলে অবশ্যই নিচের ঘরে একটি মন্তব্য করে যাবেন।

কারো কোন প্রশ্ন থাকলে কমেন্টে করবেন অথবা মেইল করবেন।


নবীনতর পূর্বতন

Ads

Ads